আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা ঝরনা দেখে ফেরার পথে মৎস্য প্রজেক্টে সাঁতার কাটতে ঝাঁপ দিয়ে সোহানুর (২৬) নামে এক পযটকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট সহস্রধারা ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সোহানুর নড়াইল জেলার লোহাগারা থানার লক্ষীপাশা গ্রামের মুন্সী আবুল হাসেমের ছেলে।
সোহানুরের বন্ধু রিয়াদ জানান, তারা ঢাকা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত জেনেক্স নামক একটি প্রতিষ্ঠানের তিন চাকুরিজীবী বন্ধু আজ সকালে সীতাকুণ্ড ভ্রমণে আসেন। সকালে তারা তিনজন ছোটদারোগারহাটে প্রাকৃতিক মৎস্য প্রজেক্ট পেরিয়ে সহস্রধারা ঝরনা দেখতে যান। বিকাল ৩টার দিকে সেখান থেকে ফেরার সময় বন্ধু সোহানুর সাঁতার কেটে আসবেন জানিয়ে প্রজেক্টের মাঝামাঝি এলাকায় নৌকা থেকে লাফিয়ে পড়েন জলে। তাকে দেখে ঝাঁপ দেন রিয়াদ নিজেও ঝাঁপ দেন। কিন্তু শেষ পর্যন্ত রিয়াদ কূলে আসতে সক্ষম হলেও সোহানুর তলিয়ে যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেহান উদ্দিন রেহান বলেন, সহস্রধারা ঝরনা দেখে ১০ জন দর্শনার্থী একসঙ্গে একটি নৌকায় কূলে ফিরছিলেন। প্রজেক্টের মাঝামাঝি এসে সোহানুর নৌকা থেকে ঝাঁপ দেন সাঁতরে আসবেন বলে। তাকে দেখে রিয়াদও ঝাঁপ দেন। পরে রিয়াদ ফিরে এলেও সোহানুর তলিয়ে যায়। এদিকে বিকাল সাড়ে ৫টার দিকে ডুবুরি দল সোহানুরের লাশ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, আমরা ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে আগ্রাবাদ থেকে ডুবুরি টিম এনে ৪টায় অভিযান শুরু করা হয়। প্রায় দেড় ঘন্টা পর সাড়ে ৫টার দিকে আমরা ঐ পর্যটকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে।
এসএম/আজকের সারাদেশ