আজকের সারাদেশ প্রতিবেদন:
চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার অদ্ভুত দাবি জানিয়েছেন ভারতের এক ধর্মগুরু। স্বামী চক্রপানি মহারাজ নামের ভারতীয় ওই ধর্মগুরু এর আগেও নানা মন্তব্যের কারণে আলোচিত-সমালোচিত হয়েছেন। গত সপ্তাহে দেশটির চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে অবতরণ করে। আর এরপরই চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে অদ্ভুত মন্তব্য করেছেন ভারতের ওই হিন্দু ধর্মগুরু।
শুধু তাই নয়, যে স্থানে চন্দ্রযান অবতরণ করেছে সেই জায়গাটিকে চাঁদের রাজধানী হিসাবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন তিনি। চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানানো ওই ধর্মগুরু ভারতের অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি।
স্বামী চক্রপানি মহারাজ নামক ওই ধর্মগুরুর দাবি, চন্দ্রযান-৩ অবতরণ করার পর এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হোক এবং যে স্থানে চন্দ্রযানের সফট ল্যান্ডিং হয়েছে, সেই জায়গাটিকে রাজধানী হিসাবে ঘোষণা করা হোক।
আজকের সারাদেশ/২৯ আগস্ট