আজকের সারাদেশ প্রতিবেদন:
ঐতিহাসিক ৭ মার্চে সাতকানিয়া উপজেলা কার্যালয়ের সামনে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে জুতা পায়ে উঠে পড়েন সাতকানিয়ায় উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
স্যোসাল মিডিয়ায় সমালোচনার পর বিষয়টি আদালতের নজরে এনে মামলা করেন অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন। আদালত বিষয়টি আমলে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করায় উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাতকানিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
রোববার (২৭ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক নাজমুন্নাহার এ আদেশ দেন।
অভিযুক্ত এমএ মোতালেব চৌধুরী পদুয়া চিব্বাড়ী অছিয়র রহমানের ছেলে। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান।
মামলার বাদী অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দীন বলেন, গত ২৭ মার্চ মামলার আবেদন করা হলে রোববার (২৭ আগস্ট) আদেশ দেন আদালত। এতে সাতকানিয়া থানার ওসিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আজকের সারাদেশ/৩০ আগস্ট