দুপুর ১:৫৭, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘ছুটিতে আফ্রিকায় আছেন’ বললেন মরে যাওয়া প্রিগোজিন

আজকের সারাদেশ ডেস্ক:

বিমান বিধ্বস্তে নিহত রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিজের শহর সেন্ট পিটার্সবার্গে তাকে সমাহিত করা হয়।

তবে, বেঁচে আছেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। বললেন, সব ঠিক আছে! সদ্য প্রকাশিত একটি ভিডিও ফুটেজের বরাতে এমন খবর জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট। এ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। সদ্য প্রকাশিত একটি ভিডিও ফুটেজের বরাতে এমন খবর জানিয়েছে মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট।

ব্যক্তিগত উড়োজাহাজ দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যুর খবর কয়েকদিন আগেই নিশ্চিত করেছে রাশিয়া। কিন্তু বুধবার ওয়াগনারের সাথে যুক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে আবার দেখা গেছে প্রিগোজিনকে। এ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা।

গ্রে জোন টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওতে প্রিগোজিনকে বলতে শোনা যায়, আমি বেঁচে আছি কি না এবং আমি কীভাবে কী করছি তা নিয়ে আলোচনা করা প্রত্যেকের উদ্দেশে বলছি, এটি ২০২৩ সালের আগস্টের দ্বিতীয়ার্ধ, সাপ্তাহিক ছুটি। আমি এখন আফ্রিকায় আছি।

চলন্ত গাড়িতে ধারণ করা ওই ভিডিওতে তিনি আরও বলেন, সুতরাং যারা আমার ব্যবসা গুটিয়ে ফেলা বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে পছন্দ করেন, আমি কত উপার্জন করি বা অন্য যা কিছু করি, সবকিছু ঠিক আছে।

যদিও ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে তা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে নতুন ভিডিওতে প্রিগোজিনের গায়ে যে পোশাক এবং টুপি রয়েছে, তা ২১ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সাথে মিলে যায়। যেটি আফ্রিকায় রেকর্ড করা বলে তিনি দাবি করেছিলেন।

এর আগে ২৩ আগস্ট রাশিয়ায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন ৬২ বছর বয়সী প্রিগোজিনসহ আরও ৯ আরোহী।

প্রায় দুই মাস আগে রাশিয়ার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহ করেন ওয়াগনার বস। ওই বিদ্রোহের পর থেকে পুতিন প্রশাসনের সাথে তার দূরত্ব বাড়তে থাকে।

আজকের সারাদেশ/৩১আগস্ট/এসএম

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’