বিকাল ৩:৪১, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ

আজকের সারাদেশ প্রতিবেদন:

কক্সবাজারের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে ১১ জন জেলে দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭) ও দিল আহমেদ (৩৪)।

কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে ইলশি ধরে তারা ৬ নম্বর ঘাটে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে।

ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল বলেন, তরকারি গরম করছিল ওই সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়েছে। আমাদের মধ্যে অনেকেরই আবস্থা খারাপ। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, দগ্ধদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সারাদেশ/১সেপ্টেম্বর/এসএম

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’