আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের বাঁশখালীতে বকাঝকা করায় ঘুমন্ত অবস্থায় মো. বাদশা (৬৫) নামে এক ডেকোরেটরস ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আপন ছোট ছেলে এনামুল(২২)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে উপজেলান পুঁইছড়ি ইউনিয়নের পুর্ব-পুইঁছড়ি ৫ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. বাদশা সাওদাগর ওই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তাছাড়া তিনি স্থানীয় শাহাদাত মার্কেটের বাদশা ডেকোরেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু সেখর হালদার।
তিনি বলেন, ভোরে স্থানীয় ইউপি সদস্য আমাদের খবরটি জানালে আমরা ঘরে গিয়ে ঘটনাস্থল থেকে ডেকোরেটরস ব্যবসায়ী বাদশার রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মধ্যরাতের যে কোন এক সময় এই হত্যার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী বাদশান পরিবারের সবাইকে থানা নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায় তার ছোট ছেলে ইয়াকুব তার বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।
‘সে জানায়, তার বাবা তাকে প্রায় সময় বকাঝকা করতো, তার সঙ্গে রাগারাগি করতো। তাই বাবার প্রতি ক্ষিপ্ত হয়ে রাতে ঘুমন্ত অবস্থায় শয়নকক্ষে গিয়ে দা দিয়ে প্রথম বাদশার মাথায় একটি কোপ দেয়, পরে পেছনে ঘাড়ে আরেকটি কোপ দেয়, সর্বশেষ কানে তৃতীয় কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে।’
তিনি আরও বলেন, ইয়াকুব ব্যবসায়ী বাদশার চার ছেলের মধ্যে ছোট ছেলে। সে তার বাবার সঙ্গে ডেকোরেশন ব্যবসায় সহযোগিতা করত। তার আরও দুটি ছেলে ঘরে রয়েছে, আরেকজন বিদেশ আছে।
এখনো থানায় পরিবারের সবাইকে জিজ্ঞেসবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই পরিদর্শক।