আজকের সারাদেশ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক গেছেন। কিছুদিন আগে তার মৃত্যুর গুজন ছড়িয়ে পড়লেও এবার সত্যিই তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক। রোববার এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি।
নাদিনে জানান, রোববার স্থানীয় সময় ভোরে স্ট্রিকের মৃত্যু হয়।
ক্যানসারে আক্রান্ত সাবেক এই ক্রিকেটার সংকটাপন্ন অবস্থায় ছিলেন। এর আগে গত মে মাসে জানা যায়, ক্যানসারের সঙ্গে লড়ছেন স্ট্রিক।
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই বছর তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন।
জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার স্ট্রিক। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন তিনি। ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেছেন স্ট্রিক। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
এর আগে গত ২৩ আগস্ট একটি টুইটার পোস্টে হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। পরে অবশ্য হিথ নিজেই জানান, তিনি বেঁচে আছেন, ভালো আছেন। এবার সত্যিই চলে গেলেন।
আজকের সারাদেশ/০৩সেপ্টেম্বর/এএইচ