দুপুর ২:৫১, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গাড়ি চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

আজকের সারাদেশ প্রতিবেদন:

উদ্বোধনের পর রোববার ভোর ৫ টা থেকে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়েছে। প্রথাম দিনে এই উড়াল সড়কে চলাচল করা অধিকাংশ যানই ব্যক্তিগত গাড়ি। এসব গাড়ি ১০ থেকে ১৫ মিনিটেই বিমানবন্দর থেকে ফার্মগেট পৌঁছে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশের উদ্বোধন করেন। আজ ভোর ৫টা থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া হয় উড়াল এ সড়ক।

বিমানবন্দর এলাকায় এক্সপ্রেসওয়েতে ওঠা প্রাইভেট কারের চালক রহমত উল্লাহ বলেন, ‘মাত্র ১৩ মিনিটে বিমানবন্দর থেকে ফার্মগেট এসেছি, যেখানে অন্য সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়। এতে সময় এবং খরচ কমেছে।’

বিমানবন্দর থেকে ফার্মগেট রুটে বিভিন্ন স্থান দিয়ে ওঠানামা করা যাচ্ছে এক্সপ্রেসওয়েতে।

উত্তর দিক থেকে কাওলা, প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাবের সামনের জায়গা দিয়ে সড়কে ওঠা যাচ্ছে। নামা যাচ্ছে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী বাস টার্মিনালের সামনে ও ফার্মগেটে ইন্দিরা রোডের পাশে।

দক্ষিণ দিক থেকে বিজয় সরণির উত্তর ও দক্ষিণ লেন দিয়ে এবং বনানী রেলস্টেশনের সামনে থেকে এক্সপ্রেসওয়েতে ওঠা যাচ্ছে। দক্ষিণ দিক থেকে নামা যাবে মহাখালী বাস টার্মিনালের সামনে, বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর সামনে বিমানবন্দর সড়কে, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে।

সেতু বিভাগের নির্দেশনায় বলা হয়, এক্সপ্রেসওয়েতে যানবাহন থেকে নেমে ছবি তোলা যাবে না। দুই ও তিন চাকার যানবাহন এবং পথচারী চলাচল করা যাবে না।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর কোনো ধরনের যানবাহন দাঁড়াতে পারবে না। এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। ওঠানামার র‌্যাম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার।

সেতু বিভাগ চারটি শ্রেণিতে যানবাহন ভাগ করে টোল হার নির্ধারণ করেছে। এর মধ্যে ক্যাটাগরি-১-এ রয়েছে কার, ট্যাক্সি, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), ১৬ আসনের কম মাইক্রোবাস ও তিন টনের কম হালকা ট্রাক।

এই শ্রেণির যানবাহনের টোল ৮০ টাকা। ক্যাটাগরি-২-এ রয়েছে মাঝারি ট্রাক (৬ চাকা পর্যন্ত), যার টোল ৩২০ টাকা। ক্যাটাগরি-৩-এ থাকা ট্রাকের (৬ চাকার বেশি) টোল ৪০০ টাকা। ক্যাটাগরি-৪-এ সব ধরনের বাসের (১৬ আসন বা তার বেশি) টোল নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।

বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। এতে ওঠানামার জন্য রয়েছে আরও প্রায় ২৮ কিলোমিটারের র‌্যাম্প। সব মিলিয়ে প্রায় ৪৭ কিলোমিটার পথ, যার মধ্যে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশের দূরত্ব সাড়ে ১১ কিলোমিটার।

আজকের সারাদেশ/০৩সেপ্টেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’