আজকের সারাদেশ প্রতিবেদন:
বন্দরনগরীতে যেন নালা আর খালে পড়ে প্রাণহানি থামছেই না। এবার নিখোঁজের একদিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ মিলল বাসার সামনের খালে। ওই শিশুর স্বজন ও প্রতিবেশীরা ধারণা করছেন খালে পড়েই তার মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর মহেশখাল থেকে আব্দুল নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজন ও প্রতিবেশীরা। তবে পরদিন বিষয়টি জানাজানি হয়।
৫ বছর বয়সী আব্দুল হালিশহর থানার ছোটপোল পাঁচতলা এলাকার মো. কামালের ছেলে। সে স্থানীয় নূরানী মাদ্রাসায় পড়াশোনা করত।
নিহত শিশুর প্রতিবেশী মো. তুহিন বলেন, ‘শুক্রবার বিকেল তিনটার দিকে শিশুটি নিখোঁজ হয়। তখন পুলিশ বা ফায়ার সার্ভিস কাউকে জানানো হয়নি। তবে এলাকায় মাইকিং করা হয়েছে, তাদের বাসার সামনে মহেশখাল, ওই খালেও খোঁজা হয়েছে। পরদিন বিকেল সাড়ে তিনটার দিকে খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। তখন আমরা এটা উদ্ধার করেছি।’
নিহত শিশুটি পরিবারের সঙ্গে হালিশর এলাকায় বসবাস করলেও খালের স্রোতের দিকে বাসা থেকে কিছুটা দূরে মরদেহ পাওয়া যায়। ওই এলাকাটি ডবলমুরিং থানার আওতাধীন। শিশুর মায়ের বরাতে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘প্রতিদিনের মত শুক্রবার বিকেলে শিশুটি খেলতে যাওয়ার পর তাকে আর পাওয়া যায়নি। হয়তো খাল থেকে কিছু তুলতে গিয়ে বা অসাবধানতাবশত খালে পড়ে যায় সে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
আজকের সারাদেশ/০৩সেপ্টেম্বর/এএইচ