আজকের সারাদেশ প্রতিবেদন:
রুপালি পর্দা কাঁপাতে আবারও দর্শকদের মাঝে হাজির হতে চলেছে ‘টাইগার ৩’ সিনেমা। সম্প্রতি এ সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে নেট দুনিয়ায়।
এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আবারও জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে। এবারও অবনীশ সিং রাঠরের চরিত্রে সালমান ও জয়ার চরিত্রে ফিরছেন ক্যাটরিনা কাইফ।
এদিকে সালমান নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন এ সিনেমার পোস্টার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। হিন্দি, ইংরেজি, তামিল ও তেলুগু ভাষার সর্বমোট ৪টি পোস্টার শেয়ার করে ক্যাপশনে সালমান লেখেন, ‘আমি আসছি! টাইগার ৩, দীপাবলি ২০২৩-এ। ‘ওয়াইআরএফ ৫০’-এর ‘টাইগার ৩’-কে উদযাপন করুন আমার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। ক্যাটরিনা কাইফও এ সিনেমার পোস্টার শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘অসীম। নির্ভীক। পিছন ফিরে তাকানো নয়। টাইগার ৩ প্রেক্ষাগৃহে আসছে এই দীপাবলিতে।’
মনীশ শর্মা পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত নতুন সিনেমা ‘টাইগার ৩’। সিনেমায় সালমান ও ক্যাটরিনার পাশাপাশি শাহরুখ খানের ‘পাঠান’ রূপে ক্যামিওর সঙ্গে এই সিনেমায় দেখা যাবে ইমরান হাশমি, রেবতী, রণবীর শোরে, বিশালের মতো তারকাদের।
আজকের সারাদেশ/৩ সেপ্টেম্বর