সকাল ৬:২৮, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: চমেক হাসপাতালে দগ্ধ জেলের মৃত্যু

আজকের সারাদেশ প্রতিবেদন:

কক্সবাজারের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ওসমান গণি (২০) নামের এক জেলের হাসপাতালে মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

তিনি বলেন, গত শুক্রবার দুপুরে অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে আজ সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি নামের ২০ বছর বয়সী একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার ৬০ শতাংশ বার্ন ছিল। পাশাপাশি আগুনে তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়।

বাকি ৯ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে। যে সাতজন মেডিকেল আছেন তাদের অবস্থাও তেমন ভালো না। সকলের ৬০-৯০ ভাগ বার্ন রয়েছে। পাশাপাশি সবারই শ্বাসনালী পুড়ে গেছে। রহিমুল্লাহ নামের একজন আইসিইউতে রয়েছেন জানান তিনি।

গত শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।

আজকের সারাদেশ/এসএম

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত