আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আদালত।
সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে তারা সাক্ষ্য দেন।
আদালতে সাক্ষ্য দেওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও ঢাকার ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ আবদুল বাদী এবং একই সংস্থার চট্টগ্রাম মেট্রো ইউনিটের উপপরিদর্শক (এসআই) সাহাব উদ্দিন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশীদ বলেন, মিতু হত্যা মামলায় আজ (সোমবার) দুই পিবিআই কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাদের দুইজনকে জেরা করেন। আগামীকাল (মঙ্গলবার) মহিউদ্দিন পারভেজ নামে আরেক বিকাশের দোকানির সাক্ষ্যগ্রহণ করা হবে। এনিয়ে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। মামলার বাকি আসামিরা হলেন- মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম। ২০১৬ সালে মিতু খুন হওয়ার পর তার স্বামী, সে সময়ের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেছিলেন। নানা নাটকীয়তা শেষে পিবিআইয়ের তদন্তে এখন তিনিই এ মামলার আসামি। এসপি বাবুল তার কিছুদিন আগেই চট্টগ্রাম মহানগর পুলিশে ছিলেন। বদলি হওয়ার পর তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পরপরই চট্টগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
আজকের সারাদেশ/এসএম