বিকাল ৩:৪৯, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

তিনদিন পর উদ্ধার হল অপহৃত ৩ বন পাহারাদার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধ অভিযানের তিনদিন পর বন বিভাগের অপহৃত তিন সদস্যকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে স্থানীয় জনতা, পুলিশ ও বনবিভাগের লোকজন তাদের উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো রফিকুল ইসলাম বলেন, টেকনাফে অপহৃত তিন বন পাহারাদারকে উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

গেল শুক্রবার সকালে ৩ জন টেকনাফ উপজেলার মোচনী বিটের নেচার পার্ক বন পাহারা দেয়ার সময় নিখোঁজ হয়েছিলেন। শনিবার সকালে তাদের পরিবারের সদস্যদের কাছে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

টেকনাফের হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন ব্যক্তিকে নেচার পার্ক থেকে অপহরণ করা হয়েছে। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন। পুলিশসহ স্থানীয় জনতা তাদের উদ্ধারের জন্য টানা তিন দিন পাহাড়ে অভিযান চালিয়ে আসছে। আজ সোমবার দুপুরে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনজন হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০) একই এলাকার বকসু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)।

টেকনাফ থানার ওসি জোবাইর সৈয়দ জানিয়েছেন, ৩ বন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের ধরতে এখনও পাহাড়ে পুলিশ অভিযানে রয়েছে।

আজকের সারাদেশ/এসএম

সর্বশেষ সংবাদ

সাড়ে ১৬ হাজার ‘গায়েবি মামলা’ প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

চবিতে স্টুডেন্টস এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়ার দায়িত্বে সাকিল-জিসান

কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে: উপদেষ্টা মাহফুজ

এখনো ধরাছোঁয়ার বাইরে শহীদ তানভীর হত্যা মামলার আসামিরা

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের মিছিলের নেতৃত্বে ৩৫ মামলার আমামি

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’