আজকের সারাদেশ প্রতিবেদন:
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২ জেলের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার দিনের বিভিন্ন সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়।
মঙ্গলবার নিহত তিনজন হলেন ৩৮ বছর বয়সী রহিম উল্লাহ,৩৫ বছর বয়সী শাহিন এবং ২২ বছর বয়সী আরমান। এর আগে বিভিন্ন সময় নিহতরা হলেন ২০ বছর বয়সী ওসমান গনি, ৫৫ বছর বয়সী আইয়ুব আলী ও ৩৬ বছর বয়সী দ্বীন মোহাম্মদ। নিহতরা সবাই ৬০ থেকে ৯০ শতাংশ দগ্ধ ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত ছিল।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে চমেক হাসপাতালে ভর্তি ছিল ৭ জন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিলে রহিম উল্লাহ, বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টা ৫০ এর দিকে শাহিন এবং দুপুর ১ টায় আরমানের মৃত্যু হয়।’
আর আগে রোববার রাতেও চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পর দগ্ধ অবস্থায়, ১০ জনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে ওইদিন রাতে দ্বীন মোহাম্মদ ও আইয়ুব আলী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে আইয়ুব আলী ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোরে মারা যান বলে জানান তার ছেলে মুহিব্বুল্লাহ। তিনি বলেন, ‘ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোরে আমার বাবা মারা গেছেন। ঢাকায় আরেক যাকে নিয়েছে সোমবার তিনিও মারা গেছে।’
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক বলেন, ‘দ্বিন মোহাম্মদ নামে একজনকে ঢাকায় নেওয়া হয়েছিল৷ গতকাল তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’
এর আগে শুক্রবার সকালে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হন। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে চমেক হাসপাতালের আইসিইউতে দুজন ও বার্ন ইউনিটে আরো দুজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
‘এফবি লাকি’ নামের ওই ট্রলারটির মালিক সেলিস বহদ্দার। গভীর সাগর থেকে বৃহস্পতিবার মাছ ধরে ওই ট্রলার নিয়ে তীরে ফিরেছিলেন জেলেরা। শুক্রবার সকালে রান্নার জন্য নতুন গ্যাস সিলিন্ডারে চুলো সংযুক্ত কররার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ১২ জন আহত হন।
আজকের সারাদেশ/০৫সেপ্টেম্বর/এএইচ