সকাল ৬:৫৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য আল-মানাহিলের ৫০ ঘর

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ টি পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে আল মানাহিল ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষে ওই ৫০ পরিবারের প্রতিনিধিদের মধ্যে ঘরের নামফলক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘অতি বৃষ্টির ফলে এবার চট্টগ্রামে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তা অতীতে কখনও হয়নি। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ প্রশাসনসহ দেশের সর্বস্তরের জনতা একে অপরের সহায়তায় যেভাবে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যখন যা করার দরকার আমরা তা সাথেসাথে করেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৫০টি পরিবারকে আল মানাহিল নতুন ঘর নির্মাণ করে দিবে জেনে আমি অত্যন্ত আনন্দিত। তারা দেশের যেকোনো দুর্ভোগে অগ্রভাগে থেকে জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যান। আমরা করোনার সময়ে তাদের আত্মত্যাগ দেখেছি। এখনও সকল দুর্ভোগে তারা অগ্রণী ভূমিকা রাখেন। আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।’

এছাড়াও জেলা প্রশাসক মহোদয়, আল মানাহিল নানাবিদ মানবিক সেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর পরিচালক ওহিদ সিরাজ স্বপন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব সাহাবুদ্দিন মোহাম্মদ শামিম। এছাড়াও সাতকানিয়া থেকে আগত ওলামায়ে কেরাম এবং আল মানাহিলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/০৮সেপ্টেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি