ভোর ৫:৫৮, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কবে মাঠে ফিরবেন জানালেন তামিম নিজেই

আজকের সারাদেশ প্রতিবেদন :

সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে নিয়ে যেন ভক্তদের আগ্রহের শেষ নেই। এশিয়া কাপে ওপেনার খরায় ভুগছে বাংলাদেশ। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছিলেন তামিমকে মনে পড়ছে তার।

শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তামিম এসব কথা বলেন।

তামিম জানিয়েছেন, খুব শিঘ্রই মাঠের ক্রিকেটে ফিরছেন তিনি। আর সেটা হতে পারে নিউজিল্যান্ডের সঙ্গে হোম সিরিজেই। এশিয়া কাপের পরেই ব্ল্যাকক্যাপসদের বাংলাদেশ সফর। সেখানেই দেখা যেতে পারে এই ওপেনারকে।

তিনি বলেন, ‘মানুষের সাড়া ছিল অসাধারণ। এটা আমাকে আরও অনুপ্রেরণা জোগায় যত তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারি। যে ভালোভাসা তারা দেখাচ্ছে, ওই ভালোবাসাটা যেন আবারও ফিরিয়ে দিতে পারি।’

নিজের বর্তমান অবস্থা জানিয়ে তামিম বলেন, ‘এখন অবধি কোনো সেট ব্যাক হয়নি। কিছু জিনিস থাকেই। কিন্তু ওই পর্যায়ের ব্যথা অনুভব করিনি। পরের এক সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ কারণ ফুল ইন্টেসিটিতে প্র্যাকটিস করার পরিকল্পনা আছে। আমি খুব আশাবাদী ও ইতিবাচক যে নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকে খেলতে পারব।’

এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সময়ই জানিয়েছিলেন— নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরবেন, সে কথাটাই কাল আবারও শোনা গেল তামিমের কণ্ঠে। তামিম বলেন, আমি আল্লাহর রহমতে প্রতিটা প্রোগ্রামে টিক দিয়েছি ভালোভাবে। খুব ভালোভাবে আমার প্রগ্রেশনটা হচ্ছে। বিশেষত ১০ তারিখের পর থেকে ১০ দিনের মতো সময় আছে, তখন অল মোস্ট ফুল ইন্টেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে।’

আজকের সারাদেশ /৯ সেপ্টেম্বর / এনদি

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি