সকাল ৭:০৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু টানেল নিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ালে আইনি ব্যবস্থা: বিভাগীয় কমিশনার 

আজকের সারাদেশ প্রতিবেদন:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের আগে  টানেল নিয়ে মিথ্যা নেতিবাচক প্রচারণা চালালে আইনগত ব্যবস্থা নিবে প্রশাসন এমন হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাল। তাছাড়া উদ্বোধনের আগেই টানেল নিয়ে নেতিবাচক কিছুতে নজর না দিতে সাংবাদিকদের সতর্কও করেছেন বিভাগীয় কমিশনার।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় বিষয়টি জানান তিনি। 

বিভাগীয় কমিশনার বলেন, ‘আপনারা এই এলাকার সন্তান, আমরা এদেশের মানুষ, আপনারা আমরা মিলেই এদেশের ভাবমূর্তি বিদেশের ভাবমূর্তি উজ্জ্বল করব। কোনো অবস্থাতেই নেতিবাচক প্রভাব পড়ে এরকম কোনো কিছুতে আমরা ইনভলভ হব না বা এরকম কোনো কিছুর দিকে নজর দিব না। যদি কেউ দেয়, তাদের জন্য আইন রয়েছে। মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী পিচপা হবে না।’

‘সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।  এদেশের একজন নাগরিক হিসেবে আমাদের নাগরিক দায়িত্ব রয়েছে, সরকারি কর্মকর্তাদের যেমন দায়িত্ব রয়েছে, জনপ্রতিনিধিদের যেমন দায়িত্ব রয়েছে,  রাজনৈতিক নেতৃবৃন্দের যেমন দায়িত্ব রয়েছে,  নাগরিক হিসেবেও আমাদের নজর রাখতে হবে৷’

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সারাদেশ/১২ সেপ্টেম্বর

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি