দুপুর ২:০৯, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাস কাউন্টারে শৃঙ্খলা ফেরাতে সিএমপির ৫ সিদ্ধান্ত

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার অস্থায়ী বাস কাউন্টারগুলোতে শৃঙ্খলা ফেরাতে ৫ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। বুধবার ওই এলাকার বিভিন্ন পরিবহন পরিচালনা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিএমপির উত্তর ট্রাফিক বিভাগের সম্মেলন কক্ষে উপ কমিশনার জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রহণ করা ৫ সিদ্ধান্তের বিষয়ে পরিবহন পরিচালনা সংশ্লিষ্টরা ট্রাফিক বিভাগকে সহযোগিতার আশ্বাস দেন। সিদ্ধান্তগুলো না মানলে সংশ্লিষ্ট পরিবহনগুলোকে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনের আওতায় আনার কথা জানায় ট্রাফিক বিভাগ।

এসময় সিএমপির উত্তর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কীর্তিমান চাকমা, সহকারী কমিশনার আসিফ মাহমুদ গালিব, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ কামাল হোসেন ছাড়াও বিভিন্ন পরিবহন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় গ্রহণ করা ৫ সিদ্ধান্ত হলো সকল প্রকার বাস মিনিবাসসমূহ বহদ্দারহাট বাস টার্মিনালে অবস্থান করা,
গাড়ী ছাড়ার ৫ মিনিট পূর্বে বাসগুলো টার্মিনাল থেকে সংশ্লিষ্ট কাউন্টারের উদ্দেশ্যে রওনা করা এবং চান্দগাঁও থানার সামনে অস্থায়ী বাস কাউন্টারে যাত্রী উঠানোর জন্যে বাসগুলো একই সারিতে থেকে ৪ মিনিটের মধ্যে তাদের কার্যক্রম শেষ করা, যেসকল কাউন্টারে নিজস্ব গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে তারা কোনো অবস্থাতেই মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী না তোলা, নির্দিষ্ট স্টপেজ ছাড়া যেখানে সেখানে যাত্রী উঠানো-নামানো বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক গাড়ী না চালানো।

আজকের সারাদেশ/১৩সেপ্টেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি