সকাল ৯:৫৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিডিএতে দুদকের অভিযান, মিলেছে অভিযোগের সত্যতা

আজকের সারাদেশ প্রতিবেদন:

নকশা অনুমোদনের আবেদন ফরমের টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া জমা স্লিপ তৈরীপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দুদক চট্টগ্রাম কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের অফিসিয়াল ফেসবুক সূত্রে জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নকশা অনুমোদনের আবেদন ফরমের টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া জমা স্লিপ তৈরীপূর্বক অর্থ আত্মসাৎ এর অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিডিএর সচিব এবং প্রধান প্রকৌশলীর সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলা হয় এবং প্রয়োজনীয় রেকর্ড পত্র চাওয়া হয়। পরবর্তীতে পূবালী ব্যাংকের সিডিএ শাখার ব্যবস্থাপকের সাথে উক্ত জালিয়াতির বিষয়ে কথা বলা হয়। অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে রেকর্ডপত্র প্রাপ্তি সাপেক্ষে বিশ্লেষণ পূর্ব বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত বলেন, দুদক টিম সিডিএ কার্যালয়ে দুই ঘণ্টার মতো অবস্থান করেছে। আমরা বেশ কিছু ফাইল দেখেছি। কয়েকটি অসঙ্গতি আছে বলে মনে হয়েছে। তবে আরও খতিয়ে দেখতে হবে। এছাড়া প্রতিষ্ঠানটির দুই বছরের কাগজপত্র চেয়েছি। এগুলো পেলে যাচাই-বাছাই করে দেখা হবে।

আজকের সারাদেশে/এসএম

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি