সকাল ৬:২২, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আধা সেদ্ধ তেলাপিয়া খেয়ে মৃত্যুশয্যায় নারী

আজকের সারাদেশ প্রতিবেদন:

আধা সেদ্ধ তেলাপিয়া মাছের তৈরি বিশেষ ধরণের খাবার খেয়ে নিজের প্রাণই হারাতে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী। ওই তেলাপিয়ায় থাকা জীবন বিধ্বংসী একটি ব্যাকটেরিয়ার সংক্রমণের এই ঘটনা ঘটেছে বলে দাবি চিকিৎসকদের। ইতিমধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণে দুই হাত ও দুই পা কেটে ফেলতে হয়েছে ওই নারীর। এমনকি বর্তমানে তার নিচের ঠোট কালো হয়ে যাওয়া ছাড়াও কিডনীও বিকল প্রায়।

লরা বাজারাস নামের ৪০ বছর বয়সী ওই নারী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে সেটিকে আধা সেদ্ধ করে এক বিশেষ খাদ্য উপকরণ  লরা বাজারাস। সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। একে একে তার সব অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। এক মাস হাসপাতালে থাকার পর তার অস্ত্রোপচার করা হয়। অবশ্য ওই নারীর অসুস্থতার কারণ তেলাপিয়া মাছ নয় বলে জানানো হয়েছে। ওই মাছে থাকা একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়া আসলে দায়ী।

ওই ব্যাকটেরিয়ার নাম ‘ভিব্রিও ভালনিফিকাস’। কোনো কোনো সামুদ্রিক খাবারে এই ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়।

ভুক্তভোগী নারীর আত্মীয়রা জানিয়েছেন, মাছ খাওয়ার কিছু সময় পরই অসুস্থবোধ করতে থাকেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

কিন্তু ধীরে ধীরে ওই নারীর একের পর এক অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। তার হাত ও পায়ের আঙুল ক্রমশ কালো হয়ে যায়। শেষমেশ ভেন্টিলেশনে রেখেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

প্রাণঘাতী ওই ব্যাকটেরিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ নাতাশা স্পটিসউড জানিয়েছেন, সমুদ্রের পানিতে এই ব্যাকটেরিয়া থাকে। সামুদ্রিক খাবার খাওয়ার আগে তাই ভালো করে ধুয়ে ও রান্না করে খাওয়া উচিত। অথবা এই ব্যাকটেরিয়া যুক্ত কোনো মাছ বা খাবার খেলেও এই রোগ হতে পারে।

আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাঁদের জন্য এই ব্যাকটেরিয়া মারাত্মক ঝুঁকির বলেও জানান এই বিশেষজ্ঞ।

আজকের সারাদেশ/১৮সেপ্টেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী