ভোর ৫:৩১, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো নতুন অতিথি ‘জলহস্তী’

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রথমবারের মতো ঢাকা থেকে একটি ১২ বছর বয়সী পুরুষ জলহস্তী আনা হয়েছে। দ্বিতীয় ধাপে ৫-৭ দিন পর আরও একটি জলহস্তী চিড়িয়াখানায় আসবে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে প্রথম ধাপে এ জলহস্তী চিড়িয়াখানায় এসে পৌঁছেছে। এরইমধ্য দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা আরও এক প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সংখ্যায় যোগ হয়েছে।

বিষয়টি আজকের সারাদেশকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন।

তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা হতে এক জোড়া বাঘ গত ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এর বিনিময়ে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টায় এক জোড়া জলহস্তী থেকে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌছেছে। যার বয়স ১২ বছর। ৫-৭ দিন পর দ্বিতীয় ধাপে আরেকটি জলহস্তী চিড়িয়াখানায় আসবে।

প্রথমবারের মত চট্টগ্রাম চিড়িয়াখানায় সংযোজিত জলহস্তী জেলা প্রশাসকের পক্ষ হতে চট্টগ্রামবাসীর জন্য উপহার বলে জানান তিনি।

এর আগে জেলা প্রশাসকের উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্ত মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব অনুমতি প্রদান করেন।

দিন দিন দেশ-বিদেশের বিচিত্র সব পশু-পাখিতে সমৃদ্ধ হওয়া চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি জলহস্তী নিয়ে এখন পর্যন্ত মোট প্রজাতির পশু-পাখি ৬৮ থেকে বেড়ে দাঁড়িছে ৬৯।

এর আগে, কুমিরের আগের জায়গায় নতুন করে তৈরি করা হয়েছিল চিড়িয়াখানার নতুন অতিথি জলহস্তীর বাসস্থান। আর কুমিরের খাঁচা তৈরি করা হয়েছে পাহাড়ের পশ্চিম পাশে লেকের মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে।

চলতি বছর ১৬ মার্চ চট্টগ্রাম আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া সিংহ। একই সময় আনা হয় চার জোড়া ওয়াইল্ড বিস্ট। দরপত্রের মাধ্যমে এক কোটি ৬৯ লাখ টাকায় সিংহ, ম্যাকাও, ওয়াইল্ড বিস্ট, ক্যাঙ্গারু ও লামা আমদানি করা হয়। ফ্যালকন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান প্রাণীগুলো আমদানি করে।

৩৪ বছর বয়সী এই চিড়িয়াখানায় এখন পর্যন্ত সর্বমোট ৬৯ প্রজাতির পশু-পাখি রয়েছে। এর মধ্যে ৩১ প্রজাতির স্তন্যপায়ী, ৩৪ প্রজাতির পাখি ও চার প্রজাতির সরীসৃপ প্রাণী আছে। যা দর্শনার্থীদের নজর কাড়ছে।

প্রতিদিন এই চিড়িয়াখানায় চার থেকে পাঁচ হাজারের মতো দর্শনার্থী আসছেন। আর শুক্র ও শনিবারসহ যেকোনো বন্ধের দিনে তা ১০ হাজার পর্যন্ত ছাড়িয়ে যায়।

আজকের সারাদেশ/এসএম

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী