রাত ১:০৮, মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এফসিপিএস চিকিৎসক হিসেবে রোগী দেখতেন উচ্চ মাধ্যমিক পাশ খোরশেদ

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে মোহাম্মদ খেরশেদ আলম নামের এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে৷

বৃহস্পতিবার নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এই দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডিত ৪৫ বছর বয়সী মোহাম্মদ খোরশেদ আলম নিজেকে এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (মেডিসিন) ও এমডি(নিউরোলজি) পাশ করা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। নগরীর জামাল খান এলাকার আল্ট্রা অ্যাসে নামক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখতেন তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নগরীর চকবাজারে পারেড কর্ণার এলাকায় অনকলে (বাসায় এসে) একজন রোগী দেখতে আসেন অভিযুক্ত খেরশেদ আলম। এসময় তার চিকিৎসাপত্র দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা পরিচিত এক চিকিৎসককে বিষয়টি জানান। রোগীর পরিচিত ওই চিকিৎসক তাকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে জানান।

অভিযোগ পেয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তিনি লেখিত অভিযোগ করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ২০১০ সালের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী অভিযুক্তকে ২ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

ভুয়া পরিচয়ের বিষয় জানাজানি হওয়ার পর অভিযুক্ত ভুয়া চিকিৎসক নিজেকে উচ্চ মাধ্যমিক পাশ বলে দাবি করেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।#

আজকের সারাদেশ/২১ সেপ্টেম্বর/এএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু