বিকাল ৫:৩৮, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানেলের কথা মাথায় রেখে ‘মডার্ন ফায়ার স্টেশন’ নির্মাণ করা হয়েছে: ভূমিমন্ত্রী

আজকের সারাদেশ প্রতিবেদন:

টানেলের কথা মাথায় রেখে ‘মডার্ন ফায়ার স্টেশন’ নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

তিনি বলেন, ‘দেশের ১১টি মডার্ন ফায়ার সার্ভিস ষ্টেশনের মধ্যে এটি একটি৷ আগামী মাসেই উদ্বোধন হবে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেল। তাই টানেল বিভিন্ন সার্ভিসের বিষয়টি মাথায় রেখে নবগঠিত এ কর্ণফুলী উপজেলাতে এই ‘মডার্ন ফায়ার সার্ভিস ষ্টেশন’ নির্মাণ করা হয়েছে।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নবনির্মিত মডার্ন ফায়ার সার্ভিস ষ্টেশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গত কয়েক বছর আগে যারা বিদেশে গেছে তারা এখন এসে এই উপজেলা চিনবেনা। কারণ প্রতিমাসে এই উপজেলা পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকারের আমলে যত উন্নয়ন সম্ভব হয়েছে আর কোনো সরকারের পক্ষে এত উন্নয়ন করা সম্ভব হতো না। এক কথায় এই আনোয়ারা কর্ণফুলীতে উন্নয়নের মহাযজ্ঞ চলছে।’

কর্ণফুলীকে নিয়ে তিনি তার প্রয়াত বাবার স্বপ্নের কথা স্বরণ করে বলেন, ‘আমার বাবা এই আসনের প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু’র স্বপ্ন ছিলো কর্ণফুলীকে একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে গড়ে তোলা। তবে হায়াত না থাকায় তিনি তা করে যেতে পারেননি। তাই তার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে আমি কাজ করে যাচ্ছি। আজকের এই ফায়ার সার্ভিস স্টেশন বাবার আরেকটি স্বপ্ন পূরণ হয়েছে বলে আমি মনে করি।,

এ ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে না, আনোয়ারাসহ পুরো চট্টগ্রামবাসীর উপকারে আসবে বলে জানান তিনি।

সর্বশেষ তিনি কৃষি উন্নয়ন নিয়ে অনুষ্ঠানে উপস্থিতিদের উদ্দেশ্য বলেন, ‘কোথাও এক ইঞ্চি জায়গাও অনাবাদি রাখা যাবে না।‘
তাই ২ ফসলি, ৩ ফসলি সব জমিতে চাষাবাদ করার বিষয়ে তিনি চাষাবাদের বিষয়ে সকলকে সচেতন হতে বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের অর্থ ও প্রশাসন পরিচালক, যুগ্নসচিব মোঃ ওয়াহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক উপসচিব শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।

ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ‘১১টি মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস স্টেশনটি বাস্তবায়ন করেন গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রাম-২। নির্মাণে কাজ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ডেল্টা ইঞ্জিনিয়ার্স এন্ড কনসোটিয়াম লিমিটেড।

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী ওয়াই জংশন এলাকায় রাস্তার পাশে ১ দশমিক শূণ্য দুই একর জায়গায় আধুনিক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনটি নির্মাণ করা হয়। ৪ তলা বিশিষ্ট আর্কিটেকচারাল ডিজাইনে নির্মাণ করা ফায়ার সার্ভিস স্টেশনটির প্রথম ও দ্বিতীয় তলায় অফিস কক্ষের জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া তৃতীয় ও চতুর্থ তলায় আবাসনের জন্য প্রস্তুত করা হয়েছে। রয়েছে চতুর পাশে দেয়াল।

এ স্টেশনে যুক্ত হবে বিশ্বসেরা ল্যাডার। যার দৈর্ঘ্য ৬৮ মিটার লম্বা। সংক্ষেপ নাম টেবিল টার্ন ল্যাডার (টিটিএল)। থাকবে ৬ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ৮৮ দশমিক ৫ ফুট লম্বা স্নোরকেল ল্যাডার, ৫৪ মিটার লম্বা ভিমা ও স্কাই লিফট এবং হাজমত টেন্ডার। এছাড়াও স্টেশনে ১টি পানিবাহী গাড়ী, ২টি টোয়িং ভেহিক্যাল, ১টি লাইটিং ইউনিট, ১টি এ্যাম্বুলেন্স, ৪টি ফায়ার পাম্প এবং ২৭ থেকে ৩৫ টি জন সদস্য নিয়োগ করা হয়েছে।

চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহির রায়হান বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে মডার্ন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্ণফুলীর স্টেশনটির কাজ শুরু হয়েছিল। গত এক মাস আগে শেষ হয়েছে। ১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্টেশনটি আজ শুভ উদ্বোধন।’

আজকের সারাদেশ/এসএম

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল