চবি প্রতিনিধি:
দীর্ঘ ৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ খুশিতে ক্যাম্পাসে আনন্দ মিছির করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (২৪ সেক্টম্বর) বিকাল ৪ টায় কমিটি বিলুপ্ত ঘোষণা হওয়ার পর পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করে তারা।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের নেতা সাখাওয়াত হোসেন বলেন , দীর্ঘ দিনপর হলেও কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করেছে। এতে আমরা খুশি, সেই সঙ্গে আনন্দিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটা কর্মীর একটাই দাবী অছাত্র, টেন্ডারবাজ, মাদক সংক্রান্ত বিষয় যারা জড়িত আছে তারা যেনো পরবর্তী কমিটিতে স্থান না পায়।কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আমাদের এ একটাই দাবি। নতুন নেতৃত্বের মাধ্যমে সামনের নির্বাচনকে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতি দ্রুত নতুন কমিটি গঠন করতে হবে।
এর আগে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। রোববার বিকেল ৩টা ৪০ মিনিটে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
২০১৯ সালের ১৪ জুলাই শাখা ছাত্রলীগের দুই সদস্যের কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রেজাউল হক রুবেলকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ২০২২ সালের জুলাই মাসের ৩১ তারিখ ৪২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজকের সারাদেশ/২৪সেপ্টেম্বর/এএইচ