আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন টাইগারপাস এলাকার রেইনবো সিএনজি স্টেশনকে উচ্ছেদ পরবর্তী বন্ধ করে দিয়েছে রেল্ওয়ে পূরবাঞ্চলের ভ্রাম্যমান অদালত।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন রেল্ওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।
এসময় রেলওয়ে বিভাগীয় ভূসম্পত্তি করমকরতা (অতিরিক্ত দায়িত্ব) জীষান দত্ত, সহকারী ভূসম্পত্তি করমকরতা (পাহাড়তলী) শহীদুজ্জামান ও রেল্ওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রেল্ওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, উচ্চ আদালতের নির্দেশে আজকে সকালে টাইগারপাস এলাকার রেইনবো সিএনজি স্টেশন উচ্ছেদ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া বিদ্যৎ এবং গ্যাস সরবরাহ না করতে সংশ্লিষ্ট দফতরকে আমরা চিঠি দিয়েছি।