আজকের সারাদেশ প্রতিবেদন:
একদিন পর (বুধবার) বিশ্বকাপ যাত্রা করবে বাংলাদেশ, তার আগে বিশ্বকাপের দল ঘোষণার কথা। কিন্তু তার আগে হঠাৎ থমথমে হয়ে উঠেছে দেশের ক্রিকেট। সাকিব-তামিম বিরোধ আবারো প্রকাশ্যে উঠে এসেছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে দু’জনের বিশ্বকাপ যাত্রায়।
আবারো তামিম ইকবাল থেকেও ঘটনার সূত্রপাত। ইস্যুটাও পুরনো, ‘ফিটনেস।’ অবসর ভেঙে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন তামিম। প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। ম্যাচ শেষে কথা বলেন নিজের ফিটনেস নিয়েও। জানান, এখনো শতভাগ ফিট নন তিনি।
তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময় নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তামিম। এমনকি এই ওপেনার কথা বলেছেন সরাসরি বিসিবি সভাপতির সাথেও। যেখানে দাবি করেছেন, নয় ম্যাচের (গ্রুপ পর্বে) বিশ্বকাপে মোটে পাঁচ ম্যাচে খেলবেন!
দলের সেরা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। বরাবরই ফিটনেসকে বাড়তি গুরুত্ব দেয়া এই অলরাউন্ডার দিতে চান না কোনো ছাড়! আনফিট কোনো প্লেয়ারকে দলে চান না তিনি।
শুধু তাই নয়, স্পষ্ট বলে দিয়েছেন, আনফিট তামিম দলে থাকলে বিশ্বকাপে খেলবেন না সাকিব। বিপরীতে তামিমও না কি বলছেন, বিশ্বকাপ খেলতে চান না তিনি! অর্থাৎ, কেউ একবিন্দু ছাড় দিতেও রাজি নয়।
দু’জনের এমন বিপরীতমুখী অবস্থানে বিপাকে বিসিবি, বের করতে পারছে না কোনো সমাধান। এ রকম পরিস্থিতিতে অন্য কোনো খেলোয়াড় হলে হয়তো নির্বাচক কমিটি তাকে বাদ দিয়েই দল গঠনের চিন্তা করত। কিন্তু নামটা যখন তামিম ইকবাল, তখন ভাবতেই হচ্ছে একাধিকবার।
বিসিবির একাধিক সূত্রে জানা যায়, অস্বস্তিকর এমন অবস্থায় সাবেক অধিনায়ক মাশরাফির দারস্থ হয়েছে বিসিবি সভাপতি। জানা গেছে, নড়াইল থেকে ঢাকায় ফিরে এই দু’জনকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়েছেন মাশরাফি। সেখানেই হয়েছে রুদ্ধদ্বার আলোচনা।
কে ভেবেছিল বিশ্বকাপের আগে এমন জটিল পরিস্থিতিতে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে যাই হোক, শেষ পর্যন্ত ঘটনা কোথায় গড়ায় সেটাই এখন দেখার বিষয়।
আজকের সারাদেশ/একে