সকাল ৮:২৯, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলেকে মারধরের কারণ জানতে গিয়ে হত্যার শিকার বাবা

আজকের সারাদেশ প্রতিবেদন:

সাতক্ষীরার পাটকেলঘাটায় পরীক্ষার্থী দিতে যাওয়ার পথে সহপাঠী কর্তৃক ছেলেকে মারধরের কারণ জানতে গিয়ে সাগর ফারুক হোসেন (৪২) নামের এক অভিভাবককে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানদিয়া কাটাখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাগর ফারুক হোসেন ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা। তাঁর বাড়ি উপজেলার কাটাখালী গ্রামে।

নিহতের প্রতিবেশী ময়নুল আমিন মিঠু বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফারুকের ছেলে বাদশা এইচএসসি (ব্যবহারিক) পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে অশোক মোড় এলাকায় সহপাঠী নয়ন ও লাকীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তারা তাকে মারধর করে। বাদশা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ঘটনাটি তার বাবাকে জানায়। পরে তার বাবা ফারুক গিয়ে মারধরের কারণ জানতে চাইলে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে মোবাইল ফোনে ডেকে আনে। একপর্যায়ে তারা তিনজন মিলে ফারুককে মারধর করে। তাতে তিনি মারাত্মক আহত হন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রুবেল কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে ফারুককে বেধড়ক পেটায়। তাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ত্রিশমাইল এলাকায় তিনি মারা যান।

ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন বলেন, ‘ফারুকের মৃত্যুর খবর শুনে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

আজকের সারাদেশ/এসএম

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল