আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে আল-মাগরিব ইন্টারন্যাশনাল স্কুল আফটার স্কুল প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরী ও লালদিঘী পার্কে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) স্কুল সেকশনের শিক্ষক মিনহাজ নাফিসের নেতৃত্বে এই শিক্ষাসফরে শিক্ষার্থীদের নিয়ে নানাবিধ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।
শিক্ষা সফরে শিক্ষার্থীদের বইমুখী করে গড়ে তোলার লক্ষ্যে লাইব্রেরী পরিদর্শন, বই পরিচিতি পর্ব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার লক্ষ্যে সাদকাহ প্রজেক্ট, খেলাধুলা ও বিনোদন চর্চা সহ নানান ইভেন্টের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব মুহিব্বুল্লাহ হেলাল বলেন, “বর্তমান সময়ে শিশুদের মেধা বিকাশের জন্য বইমুখী করা, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আউটডোর এক্টিভিটির বিকল্প নেই। সকল মা-বাবার উচিত এসব বিষয়ে গুরুত্বসহ বিবেচনা করা।”
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজকের সারাদেশ/একে