আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের খুলশী এলাকায় রেলে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ৭০ বছর বয়সী ছেনোয়ারা বেগম ফটিকছড়ির বাবুনগর এলাকার নুরুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক শাহ আলম বলেন, ‘ ওনি সকালের ট্রেনে নাজিরহাট থেকে শহরে এসেছিলেন। ওনার সঙ্গে আরো কয়েকজন ছিলো। ওরা ভুলে ষোলশহর স্টেশনে নেমে গেছে। বিষয়টি বুঝতে পেরে ওনি ঝাউতলা স্টেশনে নামার চেষ্টা করছিলেন। কিন্তু ট্রেন পুরোপুরি থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে অসাবধানতা বশত ট্রেনে কাটা পড়েন তিনি।’
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আজকের সারাদেশ/২৯সেপ্টেম্বর/এএইচ