সকাল ৯:৫৯, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্যাক্সের টাকা মেরে চাকরি হারালেন চসিকের প্রধান হিসাবরক্ষক

আজকের সারাদেশ প্রতিবেদন:

ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে পরিশোধিত বিলের বিপরীতে ভ্যাট বাবদ ৬ কোটি ১৩ লাখ টাকা এবং আয়কর বাবদ ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার টাকা কর্তন করে। কিন্তু এ টাকা সরকারি কোষাগারে জমা দেননি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন।

এছাড়াও ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের অক্টোবর এবং ২০২০ সালের জানুয়ারি থেকে একই বছরের আগস্ট পর্যন্ত ২৬ মাসের টাকাও (প্রতি মাসে ১ কোটি ১৯ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি ৩৬ লাখ টাকা পর্যন্ত) জমা দেননি এ হিসাবরক্ষণ কর্মকর্তা। আর এই টাকা মেরে শেষ পর্যন্ত চাকরি হারালেন তিনি।

চসিকের সচিব খালেদ মাহমুদ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনকে চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদানের অফিস আদেশ জারি করা হয়েছে গত সোমবার (২৫ সেপ্টেম্বর)।

অফিস আদেশে বলা হয়, চসিকের হিসাব বিভাগের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রমাণিত হওয়ায় এবং যথাসময়ে আয়কর ও ভ্যাটের কর্তৃনকৃত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ায় চাকরি বিধিমালা ২০১৯ এর ধারা ৫০(খ)(ই) অনুযায়ী চসিকের চাকরি হতে অবসর প্রদান করা হল।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল