কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এক দশক পূর্তি উপলক্ষ্যে প্রকাশিতব্য সাময়িকীর জন্য লেখা আহ্বান করা হয়েছে।
রোববার (১ অক্টোবর) কুবিসাস’র দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দে, এক দশক পূর্তি উপলক্ষে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ থেকে সাময়িকী প্রকাশ করা হবে। এতে শিক্ষা, গভেষণা, অর্থনীতি, সংস্কৃতি, দর্শন, প্রত্নতত্ত্ব, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ অন্তর্ভুক্ত থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে যারা এই সাময়িকীতে লেখা প্রকাশ করতে আগ্রহী তাঁদেরকে এর সম্পাদনা পর্ষদের নিকট লেখা পাঠানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে।
আগ্রহীদেরকে আগামী ২০ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে couja2014@gmail.com,
jferdouscou@gmail.com ও jsjubayer4@gmail.com ই-মেইলে লেখকের পরিচয় ও ছবিসহ লেখা পাঠানোর অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয়।