সকাল ৭:০২, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবিতে ঐতিহ্য সংরক্ষণ ও সংস্করণ বিষয়ক ক্যাম্পেইন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ ও ইউনেস্কো কর্তৃক অনুমোদিত সংস্থা ‘পারসিভ’ এর ‘নগর উপাখ্যান’ বিভাগ এর যৌথ উদ্যোগে ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলেন্টিয়ারস প্রোগ্রাম- ২০২৩’ শীর্ষক এক কর্মশালা ও লেকচার সেশন অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগামের প্রতিপাদ্য ছিল ‘ইন্টারপ্রিটেশন অব দা টেরাকোটা প্লাক অব দা বুদ্ধিস্ট বিহার অ্যাট পাহাড়পুর, বাংলাদেশ।’ বাংলাদেশে দ্বিতীয় বারের মতো এমন প্রোগামের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১১ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে দিনব্যাপী নানা কর্মসূচিতে টেরাকোটা প্রদর্শনী, প্রবন্ধ উপস্থাপন, শালবন বিহার, ময়নামতি জাদুঘর এবং বিজয়পুরের মৃৎ শিল্প পল্লী পরিদর্শন করা হয়।

লেকচার সেশনে “ট্রানজিশন ফ্রম বুদ্ধিজম টু ইসলাম” বিষয়ে লেকচার প্রদান করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং “হেরিটেজ ম্যানেজমেন্ট অব বাংলাদেশ” বিষয়ে লেকচার প্রদান করেন সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

এসময় প্রত্নতত্ত্ব বিভাগের হযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এনএম রবিউল আউয়াল চৌধুরী, পারসিভ এর প্রতিষ্ঠাতা ও সিইও ফাতিহা পলিন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলেন্টিয়ারস প্রোগ্রাম এর বিভিন্ন দেশের ভলান্টিয়ারবৃন্দ এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ারস প্রোগ্রাম তরুণদের বিশ্ব ঐতিহ্যের সুরক্ষা, সংরক্ষণ ও প্রচারে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করার জন্য কাজ করে। সারা বিশ্বে ইউনেস্কো অনুমোদিত ৩৩টি দেশের মোট ৫৮টি সংস্থা এই প্রোগ্রামটি পরিচালনার দায়িত্বে থাকেন। বাংলাদেশ থেকে অনুমোদিত সংস্থা ‘পারসিভ’ এর ‘নগর উপাখ্যান’ বিভাগ এবার দ্বিতীয় বারের মতো ১০ দিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রোগ্রামটি আয়োজন করতে যাচ্ছে।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল