আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।
বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনি এলাকায় মসজিদের পার্শ্ববর্তী মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, আমরা ৬ টা ৩৫ এর দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। শুরুতে আমাদের বায়েজিদ স্টেশন থেকে দুটো ইউনিট এসে কাজ শুরু করি আমরা। পরবর্তীতে চন্দনপুরা স্টেশন ও কালুরঘাট স্টেশন থেকে দুটি করে চারটি ইউনিট যোগ দেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে পুরোপুরি নির্বাপিত হতে সময় লাগবে।’
আজকের সারাদেশ/০৪অক্টোবর/এএইচ