আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে বায়েজিদেরি আমিন কলোনী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার সকাল সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আব্দুল হালিম।
সকালে সোয়া ৮ টার দিকে তিনি বলেন, ‘আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। অর্থাৎ এটা আর ছড়াতে পারবে না। তবে নির্বাপনের জন্য সময় লাগবে।’
স্থানীয়দের দাবি অগ্নকাণ্ডের ঘটনাস্থল এলাকায় বাস এমন দুজন শিশুকে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে উপপরিচালক মো. আব্দুল হালিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা হতাহত কাউকে পাইনি। তবে বাচ্চার বিষয়টা শুনেছি, আমরা খোঁজছি।’
আমিন কলোনি মসজিদ এলাকার একটি কাঁচা ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। উপপরিচালক মো. আব্দুল হালিম বলেন, ‘এখানে একটা পাটের গুদাম আছে ছোট, ওটার পাশের একটি কাঁচা ঘরে একটি পরিবার থাকে। ধারণা করা হচ্ছে ওই পরিবারের চুলা থেকে আগুনের সুত্রাপাত ‘
আগুনে এখন পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা পুড়ে গেছে বলে জানান তিনি।
এর আগে ভোর সাড়ে ৬ টার দিকে আমিন কলোনীর মসজিদের পাশ্ববর্তী মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।
আজকের সারাদেশ/০৪অক্টোবর/এএইচ