আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লার মৃত্যুর ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার প্রতীয়মান হয় বলে দাবি দুদক কর্মকর্তাদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা)।
সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত প্রতিবাদ লিপি ও শোক বার্তায় বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে দুর্নীতি দমন কমিশনের সাবেক উপপরিচালক ও দুদক পরিবারের সদস্য ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তার মৃত্যুতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করছে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
প্রতিবাদ লিপিতে আরো বলা হয়, বিভিন্ন জাতীয় পোর্টালে উপপরি ও দুদক পরিবারের সদস্য ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা পুলিশ হেফাজতে করুণ মৃত্যুর বিবরণ উঠে এসেছে। পত্রিকার সংবাদ মোতাবেক তার পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আটকের সময় প্রয়োজনীয় ঔষুধও নিতে দেয়া হয়নি। পত্রিকা ও তাদের দাবি যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্গনের গুরুত্বর অপরাধ।
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে সিআর মামলা নং ৭৩৩/২০২৩ সংক্রান্তে বিজ্ঞ আদালত গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করে পরবর্তী তারিখ ৩০ অক্টোবর নির্ধারণ করেন। সাদা পোষাকে পুলিশ সদস্যগণ মঙ্গলবার দিবাগত রাতে সাবেক উপপরিচালক ও দুদক পরিবারের সদস্য ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লা-কে থানায় নিয়ে যায়৷ মামলার পরবর্তী তারিখ আরও ২৭ দিন পরে থাকার পরও ৬৪ বছরের একজন অবসপ্রাপ্ত বৃদ্ধ ব্যক্তিকে রাতের বেলা গ্রেপ্তার করা, পরিবারের সাথে কথা বলার সুযোগ না দেয়া, হার্টের রুগি হিসেবে ইনহেলার বা ঔষধ নিতে না দেয়ারসহ নানাবিধ ঘটনার পর তার মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দেয়। এক্ষেত্রে অভিযোগকারী, গ্রেপ্তারকারী, থানার দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এর দায় কোন বিভাগের নয়, বরং সংশ্লিষ্ট কর্মকর্তার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার দুর্নীতি দমন কমিশন আইনের তফসিলভুক্ত দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন উক্ত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট থেকে আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ প্রত্যাশা করে।
এদিকে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার স্পীনা রানি প্রমাণিক জানান, নগর পুলিশের উপ কমিশনার (ডিসি উত্তর) মোঃ মোখলেছুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিতে অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) পংকজ দত্তকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও নগর পুলিশের বিশেষ শাখার একজন সহকারি কমিশনারকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যুর ঘটনায় নিয়ম বহির্ভূত কোন আচরন করা হয়েছে তা যাচাই করে কমিটিকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার বাসার সামনে থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি পুলিশের। পরবর্তীতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।#
আজকের সারাদেশ/০৪অক্টোবর/এএইচ