সকাল ৯:০৯, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদক কর্মকর্তা শহিদুল্লাহকে গ্রেপ্তার করা দুই এএসআই প্রত্যাহার

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে পুলিশ হেফাজতে মারা যাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তারকারী দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

ওই দুই পুলিশ সদস্য হলেন চান্দগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউছুপ আলী ও এটিএম সোহেল রানা।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ আসাদ সাক্ষরিত আদেশে তাদের চান্দগাঁও থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আদেশে দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসনিক কারণে দামপাড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

তদন্ত কমিটি:
পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার স্পীনা রানি প্রমাণিক জানান, নগর পুলিশের উপ কমিশনার (ডিসি উত্তর) মোঃ মোখলেছুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিতে অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) পংকজ দত্তকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও নগর পুলিশের বিশেষ শাখার একজন সহকারি কমিশনারকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যুর ঘটনায় নিয়ম বহির্ভূত কোন আচরন করা হয়েছে তা যাচাই করে কমিটিকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করছে পরিবার:
পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লার মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নিচ্ছে তার পরিবার। নিহতের ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ বলেন, ‘আমরা অবশ্যই মামলা করব। আমরা আইনজীবীর সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এর আগে মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার বাসার সামনে থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি পুলিশের। পরবর্তীতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। তবে শুরু থেকেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।

আজকের সারাদেশ/০৫অক্টোবর/এএইচ

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল