সকাল ১০:১১, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্যাংশন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের সারাদেশ প্রতিবেদন:
স্যাংশন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, স্যাংশন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তারা কাকে যেতে দেবে বা দেবে না—এটা তারা সবসময়ই নির্ধারণ করে। তবে আমি বলি ভিসা দিলে সবাইকেই তো দিতে হয়। এতে আমাদের কিছু বলার নেই। আমি মনে করি, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার।

বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জের আদর্শ নগরে পুলিশ তদন্তকেন্দ্রের নবনির্মিত তিন তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কে কী বললো— সেগুলো তাদের বিষয়। যে সমস্ত রাজনৈতিক দল তাদের সমর্থন হারিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়েছে তারা অনেক ধরনের কথা বলছে। অমুক হবে, তমুক হবে সেটা বিষয় না। এসবে কান দেয়া ঠিক না। নির্বাচন যথাসময়ই হবে।

বিনাঅপরাধীতে পুলিশ হয়রানি করছে না উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যার নামে আমাদের এখানে মামলা রয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে তাদের পুলিশ যেকোনা সময়ই ধরতে পারবে। এটা পুলিশের চলমান প্রক্রিয়া। যারা অপরাধ করে অপরাধ দমনের জন্য পুলিশ সবসময় তাদের অর্পিত দায়িত্ব পালন করে। এখানে কোনো পুলিং এজেন্ট বা রাজনৈতিক দল সেটা প্রশ্ন না, প্রশ্ন হলো সে দোষী কিনা, দোষ করেছে কিনা বা আদালত তাকে ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারি করেছেন কি-না? আমাদের কাছে এ ধরনের কোনো সংবাদ এখনো আসেনি। আমরা আমাদের কেউই না জেনে আমাদের পুলিশ কাউকে হয়রানি করেনি। সুনিশ্চিত হয়ে অর্থাৎ যিনি অপরাধ করেন বা যার নামে ওয়ারেন্ট আছে তাকেই গ্রেপ্তার করে।’

পুলিশ বাহিনীর প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় খেয়াল রাখেন এ দেশের শান্তি -শৃঙ্খলা যেন অটুট থাকে। এ দেশে জঙ্গি-সন্ত্রাস যেন আর উত্থান না ঘটে। সে জন্য শান্তি-শৃঙ্খলায় শুধু পুলিশ বাহিনী নয়, আনসার বিজিবি, র্যাব, কোস্ট গার্ড সবাইকে আমরা আধুনিক গার্ড হিসেবে আধুনিক শান্তি রক্ষা বাহিনী হিসেবে আমরা তৈরি করছি। জাতি সংঘে শান্তি রক্ষা মিশনের আমাদের পুলিশ বাহিনী যাচ্ছে বিশেষ করে নারী পুলিশ সুনামের সঙ্গে কাজ করছে।’

পুলিশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাহিনীকে পরিণত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আধুনিক পুলিশ সৃষ্টি করেছি। বঙ্গবন্ধু পঁচাত্তরে রাজারবাগে বলেছিলেন- পুলিশকে হতে হবে জনগণের পুলিশ। পুলিশকে হতে হবে স্বাধীন বাংলাদেশের পুলিশ। আজকে পুলিশ সেই জায়গাটিতে আসছে। যে কোনো চ্যালেঞ্জ তারা মোকাবিলা করতে পারে। তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা কাজ করছে। বৈশ্বিক মহামারি করোনার সময় মা কিংবা বাবার মৃতদেহ সন্তান নিতে যায়নি। কিন্তু এই পুলিশই তাদের দাফনসহ সমস্ত কাজ করেছে। কাজেই পুলিশ আজকে সেই জায়গাটিতে আসছে। তাদের ওপর প্রধানন্ত্রী শেখ হাসিনার আস্থা রয়েছে।’

পরে মন্ত্রী পুলিশ তদন্তকেন্দ্রের সামনে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন। সন্ধ্যায় সেখানে সুধী সমাবেশে যোগ দেন।

মোহনগঞ্জ পৌর মেয়র মো. লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবালসহ অন্যরা।


আজকের সারাদেশ/০৫অক্টোবর/এএইচ

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল