আজকের সারাদেশ প্রতিবেদন:
চলতি মাসেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। আর এ কারণেই এখন কোনো কঠোর কর্মসূচী দিচ্ছে না বিএনপি। চলতি মাসটা সরকারকে সময় বেধে দিতে চায় দলটি। পূজা শেষে হবে কঠোর আন্দোলন৷ এমনটাই জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত রোডমার্চ কর্মসূচি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অনেক রোডমার্চ করেছি ও সমাবেশ করেছি। এবারেরটা শেষ রোডমার্চ কর্মসূচি। এরপর আর রোডমার্চ নেই। এরপর রাজধানীতে আন্দোলন হবে। আওয়ামী লীগকে পরিষ্কার করে বলতে চাই অনেক মানুষ খুন করেছ, হাত রক্তে রঞ্জিত করেছ, আমাদের ভাইদের গুম করেছ, অনেক মায়ের বুক খালি করেছ, অনেক স্ত্রীকে স্বামীহারা করেছ, অনেক সন্তানকে পিতাহারা করেছে। আর আমরা করতে দেব না।”
বিএনপির মহাসচিব আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “এখনো সময় আছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। আমাদের দফা একটা, দাবিও একটা। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। সুতরাং আপনি পদত্যাগ করবেন এবং সংসদ বিলুপ্ত করবেন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেবেন। নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দেবেন।”
বৃহস্পতিবার কেন্দ্র ঘোষিত রোড মার্চে চট্টগ্রামের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। রোডমার্চ শেষে সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।
আজকের সারাদেশ/৫ অক্টোবর ২০২৩/জেএম