সকাল ৮:৩৯, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে বসেই বিদেশী বিশেষজ্ঞের চিকিৎসা নিতে ভীড়

আজকের সারাদেশ প্রতিবেদন:

কলকাতার হার্ট ক্লিনিক এন্ড হসপিটালের স্টলে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন শর্মিলা ঘোষ। মেলার কথা শুনে কালুর ঘাট থেকে এসেছেন তিনি। দীর্ঘদিন ধরে হাঁড়ের ব্যথা, মুখে অরুচি, বুকে ব্যথাসহ বিভিন্ন সমস্যা তার। পাশেই রোগী দেখছেন ডা. বিল্পব চন্দ্র। সেখানে রোগীর উপচে পড়া ভীড়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর ) বিকাল ৩ টার দিকে রেডিসন ব্লুর মেজবান হলে অনুষ্ঠিত ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো’ তে দেখা মিললো এমন চিত্রের।

শর্মিলা ঘোষ আজকের সারাদেশকে বলেন, ‘আমি পত্রিকায় দেখেছি রেডিসনে ভারতের চিকিৎসক আসবেন। আমার দীর্ঘদির ধরে বুকে ব্যথার সমস্যা রয়েছে। এখানে অনেক চিকিৎসক দেখিয়েছি। কিন্তু কিছুই ধরা পড়ছে না। আবার অসুখও কমছে না। মেলার কথা শুনে এখানে চলে এলাম। আমার কী চিকিৎসা লাগবে তার পরামর্শ তো পাবো।’

রোগী দেখার ফাঁকে আজকের সারাদেশের প্রতিবেদকের সাথে কথা হয় ডা. বিল্পব চন্দ্রের। তিনি বলেন, ‘সকাল থেকেই রোগী আসছে। বিশেষ করে আন কন্ট্রোল ব্লাড সুগার এবং আন কন্ট্রোল ব্লাড প্রেসারের রোগী। এই দুটো রোগ কন্ট্রোলে না থাকলে হার্ট, কিডনি ও ব্রেনের উপর প্রভাব পড়ে। এই রোগ বেশি বেড়ে গেলে তো চিকিৎসা করে লাভ নেই। সময় থাকতে চিকিৎসা করতে হবে। এ ধরনের মেলা আরও বেশি বেশি করে হোক। কেননা বাংলাদেশের গরীব রোগীরা চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাবে।’

মেলায় অ্যাপলো, এভারকেয়ার, রেনিউ হেলথকেয়ার, ভ্রিন্সি হসপিটাল, মিলান, দেশীয় প্রতিষ্ঠান এপিক, পপুলার, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালসহ প্রায় ৩৫ টির মতো হাসপাতাল অংশগ্রহণ করছে। যেসব মেলার স্টলে বিশেষজ্ঞ চিকিৎসক বসেছেন সেখানে ভীড় বেশি দেখা যায়। কেউ তাদের হাসপাতালে কি কি সেবা পাওয়া তা রোগীদের জানাচ্ছেন।  আবার কোন কোন স্টলে সরাসরি চিকিৎসা সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এ ধরনের মেলার আয়োজন বৃদ্ধির দাবি জানিয়ে মনসুর আহমেদ নামের এক দর্শনার্থী বলেন, ‘অনলাইনে দেখে এসেছি। আগে অনেক জটিল লাগতো ভারতে কিভাবে চিকিৎসক দেখানো যায়।  কিভাবে সহজে যাওয়া যায়। এছাড়া কোন হাসপাতালে কোন চিকিৎসক পাওয়া যায়। এখন পরামর্শ পেয়ে গেলাম। এটার ফলে ভারতে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে উপকারে হবে।  অবশ্যই এ ধরনের মেলা বেশি হওয়া জরুরী’

মেলার আয়োজক মাটিটার চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব বলেন, এ‘টি আমাদের দ্বিতীয় বারের মত আয়োজন।  গত বছর ব্যাপক সাড়া পাওয়ার পর এবারো আয়োজন করা হয়েছে। এই মেলার ফলে সাধারণ রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা যেমন পাচ্ছেন। অন্যদিকে নানান হাসপাতালের নানা সুবিধা – অসুবিধা জানতে পারছেন। মেলাটি প্রতিবছর করার লক্ষ্য আমাদের।’

উল্লেখ্য, ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো’ র আয়োজক বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ও মাটিটা। দুইদিন ব্যাপী এই চিকিৎসা মেলার প্রথম দিন ছিল বৃহস্পতিবার। মেলার দ্বিতীয়দিন শুক্রবার সকাল ১১টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

আজকের সারাদেশ/০৫অক্টোবর/এএইচ

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল