সকাল ৯:১১, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুয়েটে আবরার ফাহাদের স্মরণে স্মৃতিফলক

আজকের সারাদেশ প্রতিবেদন:

ছাত্রলীগের নেতাকর্মীদের গণপিটুনিতে মারা যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে স্মরণ করে রাখতে এবার বুয়েটে স্থাপিত হচ্ছে ‘আবরার ফাহাদ স্মৃতিফলক’। শেরেবাংলা হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে ওই হলের সামনেই স্মৃতিফলকটি নির্মাণ করা হবে৷

বৃহস্পতিবার (৫ অক্টোবর) হল প্রাঙ্গণে এই স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জাব্বার খান, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শাখাওয়াৎ হোসেন ফিরোজ, ডিন, বিভাগীয় প্রধান, পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরারা।

দীর্ঘদিন ধরেই আবরার ফাহাদের নামে স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্মৃতিফলক নির্মাণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটি গঠনের মাধ্যমে স্মৃতিফলকের নকশা নির্বাচন করে হল প্রাঙ্গণেই এই স্মৃতিফলক নির্মাণের কাজ শুরু হয়।

এ বিষয়ে শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাখাওয়াত এইচ ফিরোজ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দিনের দাবি ছিল আবরার ফাহাদ স্মরণ করে রাখতে একটি স্মৃতিফলক নির্মাণ করা। শেরেবাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনও আর্থিক সহযোগিতায় এগিয়ে এলো। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন কমিটি গঠন করে সার্বিক নকশা তৈরি করে। পরে হল প্রশাসন হল প্রাঙ্গণেই স্মৃতিফলকটি নির্মাণের জায়গা নির্বাচন করে দেয়।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল