ভোর ৫:৩২, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেট কারের সাইলেন্সার পাইপে মিলল কোটি টাকার ইয়াবা

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে একটি প্রাইভেট কারের সাইলেন্সার পাইপ থেকে সাড়ে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এসময় ইয়াবা পাচারে জড়িত আনোয়ার হোসেন নামের এক যুবককেও আটক করে বাহিনীটি।

শুক্রবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার চট্টগ্রাম-ঢাকা পাকা রাস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়। তবে শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানায় র‌্যাব।

আটক মো. আনোয়ার হোসেন গাজীপুর সদর থানার ভারারুল বটতলা এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে।

বাহিনীটি জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার চট্টগ্রাম-ঢাকা পাকা রাস্তা এলাকায় একটি অস্থায়ী তল্লাশী চৌকি বসায় র‌্যাব। কক্সবাজার থেকে মাদকের বড় একটি চালান চট্টগ্রাম হয়ে গাজীপুর যাচ্ছে- এমন তথ্য ছিল বাহিনীটির কাছে৷ একপর্যায়ে তল্লাশী চৌকির দিকে আসা একটি সন্দেহজনক প্রাইভেট কারকে থামার সংকেত দিলেও না থামিয়ে পালানোর চেষ্টা করেন চালক। এতে ধাওয়া করে প্রাইভেট কার চালক আনোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, ‘জিজ্ঞাসাবাদে আনোয়ারের কাছে পাওয়া তথ্যানুযায়ী প্রাইভেট কারটির সাইলেন্সার পাইপ ১৭২ টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে সব মিলিয়ে ৩২ হাজার ৬৪০ পিস ইয়াবা পাওয়া গেছে। উদ্ধার এসব ইয়াবার বাজার মূল্য এক কোটি টাকা প্রায়।’

আটক আনোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আজকের সারাদেশ/০৭অক্টোবর/এএইচ

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল