আজকের সারাদেশ প্রতিবেদন :
টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আফগানদের ব্যাট করতে পাঠিয়েছিলেন। শুরুতেই উইকেট নেন অধিনায়ক সাকিব আল হাসান। ৪৭ রানে ১ উইকেট খুইয়ে দিশা হারানো আফগান হাল ধরতে চেয়েছেন গুরবাজ ও রহমত শাহ। তবে তা দীর্ঘায়িত করতে পারলেন না ।
রহমাত শাহও ১৮ রান করে সাকিবের বলে আউট হন। এরপর দলের হাল ধরেন আজমত । ১৮ রান করা আজমতকে ফিরান মিরাজ । বল হাতে যেমন তুলে নেন ৩ উইকেট তেমন ব্যাটেও করেন অর্ধ শত রান ।
ব্যাটিং হোক বা বোলিং- সাম্প্রতিক সময়ে সব জায়গাতেই নিজের ছাপ রাখছেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ব্যাটিংয়ে তার উন্নতি লক্ষণীয়। ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। যেখানে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচ সেরা হয়েছেন মিরাজ। বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে কার্যকরী ৫৭ রানের ইনিংস খেলেন। তাই অনুমিতভাবেই ম্যাচসেরার পুরস্কার পান মিরাজ। মিরাজের দুর্দান্ত বোলিং ও ব্যাটিং করে একাই ধসিয়ে দেন আফগান বাহিনীকে । মিরাজ বলেন, রানের খোঁজে না থেকে আমি বল বাই বল এগিয়েছি। উইকেটে কিছুটা স্পিন ছিল। আমি কেবল সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি। আমি সবসময়ই আটে ব্যাট করেছি, তাই টপ অর্ডারে ব্যাট করাটা আমার জন্য অসাধারণ এক মুহূর্ত। গত কয়েক ম্যাচে তারা চেষ্টা করেছে টপ অর্ডারে খেলানো তাই এটা আমার জন্য এক অসাধারণ মুহূর্ত।’