রাত ১:২৩, মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

শনিবার ( ৭ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।  

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া জেবো আক্তারকে (৩০) গত ৩ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (৭ অক্টাবর) মারা যান তিনি।

অন্যজন মীর তাসফিন (৯) গত ৫ অক্টোবর ইম্পেরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই সে মারা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরে জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন ৩ জন । ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ , মে ৫৩ জন। জুনে আক্রান্ত ২৮৩ মারা গেছেন ৬ জন। জুলাইয়ে আক্রান্ত ২ হাজার ৩১১ জন এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে আক্রান্ত ৩ হাজার ১১ জন, মৃত্যু ১৮ জন। সেপ্টেম্বরে আক্রান্ত ৩ হাজার ৮৯২ জন,  মারা গেছেন ২১ জন। অক্টেবরে এখন পর্যন্ত ৮৪০ জন শনাক্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছেন। এ নিয়ে চলতি বছরের মোট আক্রান্ত হয়েছেন  ১০ হাজার ৫১৯ জন।

আজকের সারাদেশ/৭ অক্টোবর ২০২৩/জেএম

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু