আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
শনিবার ( ৭ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া জেবো আক্তারকে (৩০) গত ৩ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (৭ অক্টাবর) মারা যান তিনি।
অন্যজন মীর তাসফিন (৯) গত ৫ অক্টোবর ইম্পেরিয়াল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই সে মারা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরে জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন ৩ জন । ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ , মে ৫৩ জন। জুনে আক্রান্ত ২৮৩ মারা গেছেন ৬ জন। জুলাইয়ে আক্রান্ত ২ হাজার ৩১১ জন এবং ১৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে আক্রান্ত ৩ হাজার ১১ জন, মৃত্যু ১৮ জন। সেপ্টেম্বরে আক্রান্ত ৩ হাজার ৮৯২ জন, মারা গেছেন ২১ জন। অক্টেবরে এখন পর্যন্ত ৮৪০ জন শনাক্ত এবং ৫ জনের মৃত্যু হয়েছেন। এ নিয়ে চলতি বছরের মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।
আজকের সারাদেশ/৭ অক্টোবর ২০২৩/জেএম