আজকের সারাদেশ প্রতিবেদন:
দখলদার ইসরায়েলে হামাসের রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এ অবস্থায় রোববার (৮ অক্টোবর) জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, অব্যাহত হামলা ও আহত-নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। তিনি উত্তেজনা এড়াতে সব কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক জনগণের জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।
এর আগে, শনিবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস আকস্মিক রকেট হামলা শুরু করে। এ হামলায় কমপক্ষে ১০০ ইসরায়েলি নিহত হয় বলে জানা গেছে। এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলের পালটা আক্রমণে কমপক্ষে ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।
আজকের সারাদেশ/একে