আজকের সারাদেশ প্রতিবেদন:
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি তার ফেসবুকে হঠাৎই ক্ষোভ প্রকাশ করেছেন। জানিয়েছেন কটাক্ষের বার্তাও।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নায়িকার স্ট্যাটাসে আভাস পাওয়া গেলো ক্ষোভের। ভক্তদের সঙ্গে শেয়ার করা ওই স্ট্যাটাসে অপু কোনো ছবি দেননি। দিয়েছেন চট্টগ্রামের একটি মানচিত্রের ছবি। এরপরই ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি লাইন।
ক্ষোভ প্রকাশ করে অপু লিখেছেন, কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। আর কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায় কারণ এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা?
সম্প্রতি চট্টগ্রামে একটি শো রুম উদ্বোধন করতে এসে তোপের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে এমনটি একটি ভিড়িও ভাইরাল হয় নেটে।
আজকের সারাদেশ/একে