আজকের সারাদেশ প্রতিবেদন:
ইসরায়েলের দিকে হামাসের মুহুর্মুহু রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে গাজার বেসামরিক নাগরিকদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ)।
গতকাল শনিবার ইসরায়েলে হাজার হাজার রকেট হামলা করে হামাস। এরপর গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এসব হামলা-পাল্টা হামলায় এরই মধ্যে দুপক্ষের প্রায় পাঁচশ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।
আইডিএফ বলছে, শনিবার হামাসের হঠাৎ রকেট হামলার জবাবে গাজায় ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। এ জন্য নিরাপত্তার কথা বিবেচনা করে বেসামরিক ফিলিস্তিনিদের দেরি না করে অন্যত্র চলে যেতে বলে ইসরায়েলি বাহিনী।
রোববার এক এক্সবার্তায় আইডিএফের আরব গণমাধ্যমবিষয়ক মুখপাত্র আভিচায় আদ্রাই বলেছেন, গাজা প্রণালির বাসিন্দাদের মনোযোগ আকর্ষণ করছি। হামাসের অভিযানের কারণে আইডিএফ বাধ্য হয়ে আপনাদের আবাসিক এলাকায় অভিযানে নেমেছে। নিরাপত্তার জন্য আপনাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে।
আজকের সারাদেশ/একে