আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের চন্দনাইশে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
রোববার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশার যাত্রী চন্দনাইশের বাসিন্দা মৃদুল নাথ (৫৮) ও কক্সবাজারের বাসিন্দা পথচারী মো. আবদুল্লাহ (৩৫)। আহত দুজন হলেন কুতুব মিনার ও আমির হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে চট্টগ্রাম শহরমুখী ইউনিক পরিবহনের একটি বাস দোহাজারী পৌরসভা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা যাত্রী মৃদুল ও পথচারী আব্দুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। তাছাড়া অটোরিকশার চালক ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করজন। যান দুর্ঘটনা কবলিত তিনটি আটক করা হয়েছে। তাছাড়া বাস চালক মফিজুরকেও আটক করা হয়েছে।’
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
আজকের সারাদেশ/০৮অক্টোবর/এএইচ