কুবি প্রতিনিধি:
দীর্ঘ সাড়ে ছয় বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মীসভা থেকে পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত গ্রহণ করা হবে।
রোববার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল।
তিনি বলেন, আগে একবার নেওয়া হলেও বর্তমান নেতৃত্বের সময়ে সিভি গ্রহণ করা হয়নি। তাই আগামীকালের প্রথম অধিবেশনে আলোচনা সভা এবং দ্বিতীয় অধিবেশনে পদপ্রার্থীদের কাছ থেকে দুই কপি করে জীবন বৃত্তান্ত গ্রহণ করা হবে।
বিতর্কিতদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরেজমিনে কর্মীদের কথা শোনার জন্য কর্মীসভার আয়োজন করেছি। কর্মীসভা শেষে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলব, রিপোর্ট পেশ করব। কার কেমন অবস্থান সেটি তুলে ধরব।
পদ পেতে অর্থ লেনদেনের গুঞ্জন রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় সভাপতি একটা কথা বলেছিলেন সকল বিষয়ে আমি ছাড় দিব, তবে এই বিষয়ে কোনো ছাড় দিব না। সাথে সাথে বহিষ্কার করব। সুতরাং আমি মনে করি এরকম কোনো লেনদেনের সুযোগ নেই।
আজকের সারাদেশ/০৮অক্টোবর/এএইচ