রাত ২:৪২, মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যানসারে মারা যাওয়া ছোট বোনকে নিয়ে শিক্ষা উপমন্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

আজকের সারাদেশ প্রতিবেদন:

সারাজীবন চট্টগ্রামের স্বার্থের কথা ভেবেছেন। তাই এই অঞ্চলের মানুষ এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ভালোবেসে ডাকতেন-‘চট্টলবীর’ নামে। আন্দোলন-সংগ্রামের সেই বর্জকণ্ঠও একবার বিষণ্নতার চাদরে ঢেঁকে গিয়েছিল। চট্টগ্রাম সিটি করপোরেশনের বারবার নির্বাচিত সাবেক এই মেয়রের সেই দুঃখের পেছনে ছিল মৃত্যুপথযাত্রী কন্যার সঙ্গে শেষ দেখা না হওয়ার ব্যথা। হবেই বা কি করে? তিনি যে তখন ছিলেন জেলে, আর মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পা থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালের শয্যায়।

জেল থেকে ছাড়া পেয়ে তাই মহিউদ্দিন চৌধুরী দ্রুতই পৌঁছতে চেয়েছিলেন মেয়ের কাছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েই শোনেন বড় আদরের মেয়ে তাঁর আর বেঁচে নেই! দিনটি ছিল পনের বছর আগে, ২০০৮ সালের ১৭ অক্টোবর।

মৃত্যুর আগে জেলে থাকা বাবাকে এক আবেগঘন চিঠি লিখেছিলেন টুম্পা। সেই চিঠি পড়ার পর থেকে বেদনাহত বাবা মেয়ের পাশে থাকার জন্য চটফট করেছিলেন। কিন্তু বাবা-মেয়ের শেষ দেখাটিও হলো না। মেয়ের মৃত্যুশয্যার সময় পাশেও থাকতে না পারায় মনটা তাই সবসময় বেদনায় ভারী হয়েই থাকত মহিউদ্দিনের। মেয়ের মতো এখন অতীত মহিউদ্দিন চৌধুরীও, ২০১৭ সালের ১৫ ডিসেম্বর মারা গিয়েছেন এই রাজনীতিক।

ছোট বোন টুম্পার মৃত্যুবার্ষিকীতে সেই দিনের স্মৃতিচারণ করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বড় ভাই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বাবা-মা ও বোনের সঙ্গে একাধিক ছবি দিয়ে মঙ্গলবার মধ্যরাতে তিনি লেখেন, ‘আজ থেকে পনের বছর আগে, ২০০৮ সালের ১৭ই অক্টোবর, আমার ছোট বোন ফৌজিয়া সুলতানা টুম্পা মাত্র ২০ বছর বয়সে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করে। খুব ছোট্ট বেলায় তার বয়স যখন চার কিংবা তিন, আমার বাবা কারাগারে বন্দী ছিলেন বেশ কিছুদিন। সেই অভিমানে বাবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল সে। মাঝে মাঝে কাগজে লিখে কথা বলতে চাইতো। যখন ক্যানসার আক্রান্ত, মৃত্যুর কিছুদিন আগে তাই তার বাবার সঙ্গে না বলা কথাগুলো বলতে খুবই আকুতি করছিল সে।’

নওফেল তাঁর বাবার প্রতি তখনকার সরকারের অমানবিক আচরণের কথা তুলে ধরে লেখেন, ‘তখনকার এক এগারোর সরকার, টুম্পার জীবন সায়াহ্নে তার সঙ্গে দেখা করানোর জন্যে কারাগার থেকে মুক্তির কথা বলে, আমার বাবার কাছ থেকে বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে স্টেটমেন্ট প্রিন্ট করে সাক্ষর নিতে চেয়েছিল। কিন্তু তাদের ব্লেকমেইলিং ব্যর্থ হয়। উচ্চ আদালতের নির্দেশেই জামিন পান আমার বাবা, কিন্তু দেখা করার জন্যে বিদেশ যেতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ পৌঁছাতেই টুম্পার মৃত্যু হয়।’

ছোটকাল থেকেই টুম্পার ওপর নানা ঝড় যাওয়ার কথাও তুলে ধরেন মহিবুল হাসান নওফেল। তিনি লেখেন, ‘আমার এই ছোট বোন তার শৈশব থেকেই অনেক অভিমান আর বেদনার সঙ্গে বড় হয়। সে যখন দুই বছরের শিশু, এক ভয়াবহ বিস্ফোরণে তার পায়ের আঙুল উড়ে যায়। তৎকালীন বিরোধীদলের নেতা জননেত্রী শেখ হাসিনা তখন হাসপাতালে টুম্পাকে দেখে আসেন। সেই যাত্রায় কোনো রকমে রক্ষা পেলেও, শরীরে স্প্লিন্টারের ব্যথা নিয়ে টুম্পা কৈশোর পার করে। কখনই তার বেদনা আর অভিমানের কথা, হারানোর ব্যথা বুঝতে দিতো না সে। খুবই প্রগতিশীল, সংস্কৃতিমনা ছিলো, ইংরেজিতে পড়াশুনা করেছিল আমার বাবার প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে। নাটক, নৃত্য, আবৃত্তি, অসহায় মানুষের সহযোগিতা, সব কিছুতেই ছিলো তার চঞ্চল অংশগ্রহণ।’

সর্বোচ্চ চেষ্টা করেও বোনকে বাঁচাতে না পারার দুঃখ এখনো পোড়ায় শিক্ষা উপমন্ত্রীকে। তিনি লেখেন, ‘তার চিকিৎসার জন্যে সেই কঠিন সময়ে আমাদের সবার যথাসাধ্য চেষ্টার পরেও, ক্যানসার কোষ মস্তিস্কে পৌঁছে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর অভিমানী টুম্পা প্রায় সাত মাস চিকিৎসাধীন থেকে, আমাদের ছেড়ে চলে যায়।’

সবশেষে ছোট বোনের জন্য সবার কাছে মহিবুল হাসান চৌধুরী নওফেল দোয়া চান এই বলে, ‘সবাই আমার ছোট বোন ফৌজিয়া সুলতানা টুম্পার জন্যে দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়।’

অকালে হারিয়ে যাওয়া বোনকে নিয়ে শিক্ষা উপমন্ত্রীর সেই স্ট্যাটাসটি ফেসবুকে ভাইরাল হয়েছে। তাঁর অনুসারীদের পাশাপাশি সেই স্ট্যাটাসটিতে মন্তব্য করেছেন অনেকেই, শেয়ারও করছেন তাঁরা। শাহিন চৌধুরী এক নামের ব্যক্তি সেই স্ট্যাটাসটির নিচে মন্তব্যের ঘরে লেখেন, ‘একজন মন্ত্রী হয়েও আপনার হৃদয়ের আকুতি সহজভাবে প্রকাশ করলেন। ছোট বোনের প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা আজও যে অবিচল সেটি বুঝিয়ে দিলেন।’

আজকের সারাদেশ/১৮অক্টোবর/টিএইচ/এএইচ

সর্বশেষ সংবাদ

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু